সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বুদ্ধিমত্তা কি ? এটি কিভাবে কাজ করে ?

মানুষ তার অনেক  কিছু নিয়েই গর্ব করে । বিজ্ঞান থেকে শুরু করে নাম , বর্ণ, জাতি, শ্রেণী , সিনেমা , গল্প , কবিতা ইত্যাদি নিয়ে তার গর্বের শেষ নেই । এই সবকিছুই সম্ভব হয়েছে মাত্র একটি বিষয়কে কেন্দ্র করে. সেই বিষয়টিকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয়. আর তা হল বুদ্ধিমত্তা. সাধারণত বুদ্ধিমত্তাকে আমরা শক্তির মতো কোনো একটি বৈশিষ্ট্য বলে মনে করি. কিন্তু যখনই আমরা একে সঙ্গায়িত করার চেষ্টা করি, যে বুদ্ধিমত্তা কি? তখন সেটা বেশ ঘোলাটে হয়ে আসে. এক কথায় বলতে গেলে বুদ্ধিমত্তা হচ্ছে সমস্যা সমাধানের জন্য এক ধরনের পদ্ধতি বা মেকানিজম যা টিকে থাকার জন্য প্রতিনিয়ত মানুষকে যে সমস্যাগুলো মোকাবিলা করতে হতো।  যেমন খাবার সংগ্রহ ও আশ্রয় খোঁজা প্রজননের জন্য সঙ্গী খোঁজার প্রতিযোগিতা কিংবা শিকারি প্রাণী থেকে পালিয়ে বাঁচার কৌশল আবিষ্কার করা প্রভৃতিকে বোঝায়.  বুদ্ধিমত্তা কোনো  একক বিষয়. এর মধ্যে রয়েছে জ্ঞান আহরণের সক্ষমতা. বিভিন্ন বিষয়ে শেখার দক্ষতা, সৃজনশীলতার, কৌশল উদ্ভাবনের ক্ষমতা এবং জটিল বিষয়গুলি নিয়ে চিন্তা করার সামর্থ্য । এটা নিজেকে প্রকাশ করে বিভিন্ন রকমের আচরণ ও ব্যবহারের মাধ্য...