মিস্টার শেফাডের ড্রইং ক্লাস নেবার কথা ছিল দুপুর তিনটায় । কিন্তু হঠাৎ তার বাসা থেকে জরুরি ফোন আসে তার মেয়ে এম বাসায় চিজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। তিনি দ্রুত স্কুল ত্যাগ করেন তার বাড়ি গিয়ে দেখেন ভয়ঙ্কর অবস্থা. ছোটলেন তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে. এদিকে মিস্টার শেফার্ডের ড্রয়িং ক্লাস না নেওয়ার কারণে জাস্টিনদের স্কুল ছুটি হয় এক ঘন্টা আগে।বাসায় ফিরে সে তার মার কাছে আবদার করে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। জাস্টিনের বাবা সেদিন বাসায়। তাই তারা ঠিক করে সিনেমা দেখতে যাবে। প্রাইভেট কারে তারা বাসা থেকে বের হয় । কিন্তু সিনেমার টিকিট কাটতে গিয়ে তারা টিকিট পায় না। ফলে জাস্টিন ও তার মা-বাবা ঠিক করে রেস্টুরেন্টে খেতে যাবে। রেস্টুরেন্টে খাবার শেষে বাসায় ফেরার সময় হঠাৎ তাদের কারের টায়ার পামচার করে দেয়। জাস্টিনের বাবা জায়গা ঠিক করাতে। জাস্টিন এবং তার মা বাসায় ফেরে উবারে। বাসে ফিরতে না ফিরতেই কল আসে, জাস্টিনর বাবা টায়ার ঠিক করিয়ে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করেছেন. তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে. জাস্টিন ও তার মা ছুটেন হাসপাতালের দিকে. এখানে থেমে একটি পেছনে ফিরি চলুন। ...
Enjoy the reality of the dream of touching the sky | Student | Muslim | Cryptographer | Design Fanatic | Developer Sense for break Falsity