পদ্মা সেতুর টোল নিয়ে এত কানাকানি হানাহানি কেন নেটিজেনদের মাঝে ? পদ্মা সেতু আদ্য কী বদলে দিতে পারে দক্ষিণাঞ্চলের মানুষ জীবন ?
সম্প্রতি বাংলাদেশের টক অফ দা টাউন পদ্মা সেতুর টোল. ট্রলের জোয়ারে ভাসছে টুল. কিন্তু কেন? পদ্মা সেতুর টোলের প্রজ্ঞাপনে দেখানো হয় সর্বনিম্ন টোল একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকারও বেশি. ঘোষিত প্রজ্ঞাপনে বলা হয় মোটরবাইকের জন্য টোল গুনতে হবে একশো টাকা. যা আগে ফেলতে পারাপারের ক্ষেত্রে. ছিল সত্তর টাকা. প্রাইভেট কারের জন্য সাতশো পঞ্চাশ টাকা যা ফেরির ক্ষেত্রে ছিল পাঁচশো টাকা. আর মিনিবাসের ক্ষেত্রে চোদ্দোশো টাকা যা ফেরিতে ছিল নশো পঞ্চাশ টাকা. এভাবে সাধারণ বাস, মাইক্রো বাস, বড় বাস, ট্রাক ইত্যাদি যানবাহন ভেদে টোলের হার বেড়েছে ফেরির তুলনায় প্রায় দেড় গুন আর এই নিয়েই দুনিয়ার আলোচনা সমালোচনা । কেউ বলে ঠিকই আছে টুলের হার তো আর কেউ বলছে কি এটা মগের মূলক নাকি? পদ্মা সেতুর টোল জনসাধারণের স্বার্থের বাইরে চলে গেল কি? কিংবা পদ্মা সেতু থেকে প্রাপ্ত সেবার বিপরীতে নির্ধারিত টোল ঠিক কতটা যুক্তিসঙ্গত? নির্ধারিত টোল যানবাহনের ভাড়া নির্ধারণে কতটা প্রভাব ফেলবে? বাংলাদেশ তো নিজস্ব অর্থায়নেই অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু প্রস্তুত করেছে. তাহলে জনগণের ওপর থেক...